রাঁচি : ৭ বছরের পুরনো মানহানি মামলায় অবশেষে স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার ঝাড়খণ্ডের চাইবাসার এমপি-এমএলএ আদালত কংগ্রেস সাংসদের জামিনের আর্জি মঞ্জুর করেছে। জামিন পেতে এদিন আদালতে সশরীরে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী।
উল্লেখ্য, ২০১৮ সালে ঝাড়খণ্ডে এক জনসভায় অমিত শাহের বিরুদ্ধে বেফাঁস মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন প্রতাপ কুমার নামে এক ব্যক্তি। এই মামলায় একাধিকবার রাহুলকে সমন পাঠানো হলেও হাজির হননি তিনি। এই পরিস্থিতিতে গত ২৭ ফেব্রুয়ারি রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত।
এর পালটা হাই কোর্টে আবেদন জানান রাহুল। ১৪ মার্চ মামলার শুনানিতে রাহুলকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এরপর ১০ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট ৬ আগস্ট পর্যন্ত এই মামলায় রাহুলের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। শর্ত দেওয়া হয় রাহুলকে আদালতে উপস্থিত হতে হবে। সেইমতো বুধবার ঝাড়খণ্ডের চাইবাসা আদালতে হাজির হন রাহুল গান্ধী। এরপর রাহুলের জামিনের আর্জি মঞ্জুর করা হয়।

