রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক সহজ করে দিল ‘সহজ’

একসঙ্গে অভিনয়, বন্ধুত্ব, প্রেম, বিয়ে, সন্তান। তারপরই বদলে যেতে শুরু করল সম্পর্কের সমীকরণ। তিক্ততা মাত্রা ছাড়ানোয় বিবাহ বিচ্ছেদের মামলা।
তবে শেষ পর্যন্ত তিক্ততা ভুলে আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন টলিউড অভিনেতা রাহুল ও প্রিয়াঙ্কা। তারকাজুটির সম্পর্ক আবার সহজ করে দিয়েছে তাঁদের ছেলে ‘সহজ’।
কয়েক বছর একে-অপরের থেকে আলাদা থাকতেন টলিপাড়ার এই তারকাজুটি। বিবাহিত জীবন বেশ সুখেই কাটছিল। কিন্তু সহজের জন্মের পর দুজনের মধ্যে সমস্যা শুরু হয়। একে-অপরের প্রতি একরাশ ক্ষোভ-অভিযোগ, মান-অভিমানের জেরে দূরে থাকতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মামলা অবধি গড়ায় তাঁদের সম্পর্ক। তবে সময়ই সম্পর্কের কঠিন বরফ গলিয়ে দিল। ফের একসঙ্গে থাকতে চলেছেন টলিউড তারকা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার ।
রাহুল নিজেই সম্পর্ক জোড়া লাগার খবরে শিলমোহর বসিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘দীর্ঘ দিন ধরে যে বিচ্ছেদের মামলা চলছিল, তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। একবাড়িতে এখনও একসঙ্গে থাকা শুরু করিনি। তবে খুব শিগগিরিই শিফট করব।’ যদিও একসঙ্গে এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত ছেলে সহজের কথা ভেবেই দু’জনে নিয়েছেন বলে জানিয়েছেন রাহুল। এদিকে মা-বাবা একসঙ্গে থাকতে চলছে, শুনেই খুশি ছোট্ট সহজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + five =