বিরোধী ঐক্য বাড়াতে ‘ঐতিহাসিক’ বৈঠকে রাহুল, খাড়গে, নীতীশ, তেজস্বী

বুধবার নয়াদিল্লিতে এক বৈঠকে মিলিত হলেন জাতীয় কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড) এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতারা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জোট গড়ার সম্ভাবনা খতিয়ে দেখা হল এই বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের পক্ষে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, সলমন খুরশিদ, জেডি (ইউ)-এর নীতীশ কুমার এবং রাজীবরঞ্জন সিং, আরজেডির তেজস্বী যাদব এবং মনোজ ঝা।

এই বৈঠকের মধ্য দিয়ে আদৌ এই তিন দল একজোট হতে পারে কিনা, তার উত্তর ভবিষ্যতে মিলবে। তবে, এদিনের বৈঠককে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি জানিয়েছেন, তাঁদের মূল লক্ষ্য একটি-দুটি দল নয়, বিজেপি-বিরোধী সকল দলকেই এক ছাতার তলায় নিয়ে আসা। সেই লক্ষ্যে এদিনের বৈঠক একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে দাবি করেছেন রাহুল গান্ধি। বৈঠকের পর তিনি বলেছেন, ‘এটা একটা প্রক্রিয়া। এর মধ্য দিয়ে দেশের প্রতি বিরোধীদের একটি সাধারণ দৃষ্টিভঙ্গী তৈরি হবে।’

কংগ্রেস, জেডি (ইউ) এবং আরজেডি, বামদলগুলির সঙ্গে মিলিতভাবে বিহারে সরকার চালায়। তাই তাদের মধ্যে জোট গড়ার কাজটা অপেক্ষাকৃত সহজ। কিন্তু, সমস্যা রয়েছে অন্যান্য বেশ কয়েকটি দলকে নিয়ে। বিরোধী জোট কংগ্রেসকে নিয়ে হবে, নাকি কংগ্রেসকে বাদ দিয়ে জোট গড়া হবে, এই নিয়েও বিতর্ক রয়েছে। সব মিলিয়ে, লোকসভা ভোটের এক বছর আগেও, ঐক্যবদ্ধ বিরোধী জোটের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eight =