সংসদ ভবন উদ্বোধন না রাজ্যাভিষেক, নয়া সংসদ ভবন উদ্বোধনের পরই মোদিকে কটাক্ষ রাহুলের

নতুন সংসদ ভবনের উদ্বোধন করার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষের বাণ ছুড়ে দিতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে। তিনি দাবি করেন, নয়া সংসদ ভবনের উদ্বোধনকে নিজের রাজ্যাভিষেক বলে মনে করছেন প্রধানমন্ত্রী মোদি। রবিবার হিন্দিতে করা টুইটে কংগ্রেস নেতা লেখেন, ‘সংসদ জনগণের কণ্ঠস্বর। প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক বলে মনে করছেন।‘ কংগ্রেস-সহ ২০টি বিরোধী দল নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছিল। কারণ তাদের তরফ থেকে দাবি করা হয়, ভবনটির উদ্বোধন হওয়া উচিত ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে। তার বদলে প্রধানমন্ত্রীর করা উদ্বোধনকে তারা ‘গণতন্ত্রের অপমান’ এবং ‘গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ’ বলে জানিয়েছে।
তবে রাহুল গান্ধির এই টুইটের আগেই কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কমিউনিকেশনস ইনচার্জ জয়রাম রমেশ, নয়া সংসদ ভবন উদ্বোধন নিয়ে টুইট করে ‘আত্মমগ্ন স্বৈরাচারী প্রধানমন্ত্রী’ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন। কংগ্রেসের সরকরি টুইটার হ্যান্ডেল থেকেও দুটি ছবি টুইট করে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হয়। ছবি দুটিতে দেখা যাচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর সামনে দাঁড়িয়ে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী মোদি। জওহরলাল নেহরুর ছবিটির তুলনায় প্রধানমন্ত্রী মোদির ছবিটি একেবারেই ছোট। কংগ্রেস দলের পক্ষ থেকে এই ছবি দুটি প্রকাশ করে সঙ্গে ক্যাপশনে হিন্দিতে লেখা হয়, ‘যতই চেষ্টা করুন না কেন।‘ অর্থাৎ, ইঙ্গিত স্পষ্ট, নয়া সংসদ ভবন উদ্বোধনের মধ্য দিয়ে পণ্ডিত জওহরলাল নেহরুর ব্যক্তিত্বকে ছাপিয়ে যেতে চাইছেন বলে অভিযোগ কংগ্রেসের।
এদিকে রবিবার ঐতিহ্যবাহী পোশাকে নয়া সংসদ ভবনের উদ্বোধন করতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন ভবনটির উদ্বোধনের আগে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে গণেশের উদ্দেশ্যে যজ্ঞ করেন। সেই সময় তামিলনাড়ুর শ্রিংগেরি মঠের যাজকরা বৈদিক মন্ত্র পাঠ করছিলেন। নয়া ভবনটির উদ্বোধনের আগে ঈশ্বরের আশীর্বাদ চান প্রধানমন্ত্রী। এরপর সেঙ্গোল রাজদণ্ডকে সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী এবং পবিত্র রাজদণ্ডটি হাতে নিয়ে যাজকদের কাছ থেকে আশীর্বাদ চেয়েছিলেন। তারপর, ঐতিহাসিক রাজদণ্ডটি হাতে নিয়ে, শৈব মঠের যাজকদের এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সঙ্গে প্রবেশ করেন নয়া সংসদ ভবনে। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মিছিল করে গিয়ে সেঙ্গোলটিকে নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে অধ্যক্ষের চেয়ারের ডানদিকে একটি বিশেষ ঘেরাটোপে সেটি স্থাপন করেন। এরপর, ফলক উন্মোচনের মাধ্যমে সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর, জাতীয় সঙ্গীতের মাধ্যমে নয়া সংসদে এদিনের কার্যক্রম শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =