বিদায়ী দিনে গোয়েঙ্কার নামই উচ্চারণ করলেন না রাহুল !

আইপিএলে লখনউ সুপার জায়ান্টস টিমটার বয়স মাত্র তিন। এই টিমটার জন্মলগ্ন থেকে নেতৃত্বের ব্যাটন সামলেছেন লোকেশ রাহুল। টিমের ভালো হোক বা খারাপ, সব সময় থেকেছেন দলটার পাশে। তবে লখনউ দলের সঙ্গে বাঁধনটা তাঁর আলগা হতে থাকে গত মরসুমের সময়। ভারতীয় ক্রিকেট মহলে বিতর্কিত অধ্যায় হিসেবে থেকে যাবে ১৭তম আইপিএলে লোকেশ রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কার বিবাদ। আসলে লখনউ গত মরসুমে হায়দরাবাদের কাছে এক ম্যাচ হেরে যাওয়ার পর মাঠে প্রকাশ্যে রাহুলকে ভর্ৎসনা করেছিলেন টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ((ত্থnদ্দiড ঝoত্রnদ্ধত্থ)। সেই সময় তো রীতিমতো প্যানেল তৈরি হয়ে গিয়েছিল। সকলে বলাবলি করছিলেন, যে এই ভাবে এক আন্তর্জাতিক ক্রিকেটারকে প্রকাশ্যে অপমান করে ঠিক করেনি লখনউ মালিক। সেই শুরু, তারপর থেকে লখনউ মালিকের সঙ্গে আর মিটমাট হয়নি রাহুলের। এ বার টিমকে বিদায় জানানোর দিন সকলের কথা বললেও গোয়েঙ্কার নামই উচ্চারণ করলেন না রাহুল।

এক্সে একটি ছবি শেয়ার করে লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন অধিনায়ক লোকেশ রাহুল লেখেন, ‘কোচ, সতীর্থ এবং ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ। লখনউ সুপার জায়ান্টসে কাটানো এই যাত্রা অবিস্মরণীয়। বিশ্বাস, স্মৃতি, শক্তি এবং অটল সমর্থনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এ বার নতুন শুরু!’ রাহুলের আড়াই লাইনের এই বার্তায় একবারের জন্যও নেই লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কার নাম। যা দেখে অনেকেই বলাবলি করছেন, রাহুলের মাথায় ঘোরাঘুরি করছে তিক্ত অতীত।

জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামের আগে লোকেশ রাহুলকে রিটেন করেনি লখনউ সুপার জায়ান্টস। নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই, মহসিন খান ও আয়ুষ বাদোনির মতো ক্রিকেটারদের নিলামের আগে রিটেন করেছিল লখনউ। অনেকেই ভেবেছিলেন রিটেন না করলেও নিলামে হয়তো রাহুলকে নেওয়ার কথা ভাববে লখনউ। কিন্তু নিলামে তাঁকে নিয়ে কোনও বিড করেনি সুপার জায়ান্টস। মেগা নিলামে রাহুলের জন্য বিড শুরু করে কেকেআর ও আরসিবি। এরপর দিল্লি ও সিএসকে ঢুকে পড়ে লড়াইয়ে। শেষ অবধি ১২ কোটিতে দিল্লি কেনে রাহুলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 9 =