তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের সমস্যায় ভুগছে চাঁচল থানার রহমতপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দারা। পানীয় জল না মেলায় বৃহস্পতিবার সকালে চাঁচল – হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলতে থাকায় ওই এলাকার জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে পড়ে বিভিন্ন ধরনের যান চলাচল। পরে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় চাঁচল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় কোনও সাবমার্শাল। পিএইচই’র জল থেকে বঞ্চিত রয়েছে এলাকাবাসী। এই এলাকায় মাটির জলস্তর নেমে যাওযায় পুকুর থেকে জল নিয়ে আসতে হচ্ছে। পানীয় জলের সমস্যার কথা প্রশাসনকে বারবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই এদিন বাধ্য হয়েই গ্রামের পুরুষ – মহিলারা একজোট হয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। এদিকে এদিন পানীয় জলের দাবিতে কলসি, বালতি রাস্তায় ফেলেই বিক্ষোভে সোচ্চার হন গ্রামবাসীরা। বিক্ষোভকারী গ্রামবাসী লালবানু খাতুন, হাফিসা খাতুনদের বক্তব্য, গত তিনমাস ধরে এলাকায় পানীয় জলের সংকট তৈরি হয়েছে। পুকুর,ডোবার জল ব্যবহার করতে হচ্ছে বাসিন্দাদের। সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত এবং প্রশাসনকেও এ ব্যাপারে জানানো হলে প্রয়োজনীয় কোনও উদ্যোগ নেওয়া হয়নি। গ্রামের পিএইচির ব্যবস্থা থাকতে গেলেও নলকূপগুলি সর্বত্রই খারাপ। ফলে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত হয়ে থাকতে হচ্ছে গ্রামবাসীদের। যার ফলে এদিন গ্রামবাসীরা সকলে একজোট হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানিয়েছেন, চাঁচলের ওই এলাকায় পানীয় জলের সমস্যার কথা শুনেছি। সেখানে পানীয় জল পরিষেবা দেওয়ার ব্যাপারে প্রশাসন কেউ জানানো হয়েছে। পিএইচই’র সঙ্গেও কথা হয়েছে। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।