ইডেনে রাহানের দাপট সেমিফাইনাল নিশ্চিত মুম্বইয়ের

রঞ্জি ট্রফির ইতিহাসে সফলতম দল মুম্বই। এ বারও সেমিফাইনাল নিশ্চিত করল। কলকাতার ইডেন গার্ডেন্সে চারদিনেই খেল খতম। ১৫২ রানের বিশাল ব্যবধানে হরিয়ানাকে হারাল মুম্বই। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। আগামী আইপিএলে তাঁকে কলকাতা নাইট রাইডার্সে খেলতে দেখা যাবে। নেতৃত্বেও দেখা যেতে পারে রাহানেকে। তার আগে নিজের ‘হোম’ গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি রাহানের।

ম্যাচের চতুর্থ দিন নজর ছিল অজিঙ্ক রাহানের সেঞ্চুরির দিকেই। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। শেষ অবধি ১০৮ রানে থামে রাহানের ইনিংস। গত কালের আর এক অপরাজিত ব্য়াটার শিবম দুবে ৪৮ রানেই ফেরেন। মুম্বই দ্বিতীয় ইনিংসে ৩৩৯ রানে অলআউট হয়। হরিয়ানা বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তরুণ পেসার অনুজ ঠাকরালের। হরিয়ানার সামনে ৩৫৪ রানের বিশাল টার্গেট ছিল।

চতুর্থ ইনিংসে ৩০০ প্লাস রান তাড়া করা সহজ নয়। হরিয়ানার শুরুটাই ইতিবাচক হয়নি। একদিকে লক্ষ্য দালাল টিকে থাকলেও উল্টোদিক থেকে উইকেট তুলতে থাকেন মুম্বই বোলাররা। ওপেনার লক্ষ্য দালাল ৬৪ রান করেন। লোয়ার অর্ডারে সুমিত কুমার করেন ৬২। এ ছাড়া আর কোনও উল্লেখযোগ্য ইনিংস নেই। ২০১ রানেই অলআউট হরিয়ানা। মুম্বইয়ের তারকা পেসার শার্দূল ঠাকুর ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন। রয়স্টন ডায়াসের ঝুলিতে পাঁচ উইকেট। সেমিফাইনালে বিদর্ভ-তামিলনাডু ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে মুম্বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =