ভাঙল রাজ আমলের রাধাগোবিন্দ মন্দির

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: টানা তিনদিনের বৃষ্টিতে ভেঙে পড়ল রাজ আমলে তৈরি বর্ধমানের রাধাগোবিন্দর মন্দির। রাজ আমলে তৈরি পূর্ব বর্ধমানের মহন্থস্থলের রাধাগোবিন্দর মন্দিরটি রাজ বংশের গুরুদের জন্য তৈরি করা হয়। জরাজীর্ণ মন্দিরে পাশ দিয়ে বয়ে চলেছে সড়ক পথ। মন্দিরের পাশেই রয়েছে বর্ধমান হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ। জরাজীর্ণ এই মন্দিরটির সংস্কারের কাজ শুরু করেছিলেন রাধা দামোদর ট্রাস্ট কমিটি। ভেঙে ফেলে রাখা হয়েছিল মন্দিরে একটি বড় অংশ। কোনও অজ্ঞাত কারণে মন্দির সংস্কারের কাজ বন্ধ রাখা হয় দীর্ঘদিন ধরে। চুন সুরকির তৈর আধভাঙা মন্দিরে তিনদিনের লাগাতার বৃষ্টির জল পড়ে। অবশেষে মঙ্গলবার রাতে ভেঙে পড়ে চুন সুরকির তৈর রাধাগোবিন্দর মন্দিরের একাংশ।
এদিন পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। নতুন করে ওই নির্মাণ করা যায় কিনা তা খতিয়ে দেখেন। রাত দশটা নাগাদ মন্দিরে একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরা খবর দেন বর্ধমান সদর থানায়। মন্দিরের অংশটি রাস্তার ওপর ভেঙে পড়ায় মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার হাত থেকে সকলকে রক্ষা করতে ওই এলাকায় মোতায়ন করা হয় পুলিশ কর্মীদের। রাস্তার দু’পাশে বাঁশ দিয়ে পারাপার বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =