সরকারি কর্মচারিদের আন্দোলনের আঁচ এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও

ডিএ ইস্যুতে ইতিমধ্যেই সরকারি কর্মচারিদের আন্দোলনের আঁচ এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যবিকাদের একাংশ অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। এবার এই আঁচ লাগতে চলেছে প্রেসিডেন্সি থেকে রবীন্দ্রভারতীর মতো বিশ্ববিদ্যালয়গুলিতেও। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠনের তরফে অর্থ দিবস কর্মবিরতি ও ক্যাম্পাসে মিছিল পালন করেছেন তাঁরা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠনের তরফেও আংশিক সময়ের জন্য কর্মবিরতি রাখা হয়েছিল। শুধু তাই নয় অধ্যাপক অধ্যাপিকাদের একাংশ সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এদিকে সূত্রের খবর, এখানকার অধ্যাপকরাও ডিএ নিয়ে যে আন্দোলন চলছে তাতে অংশ নিতে চলেছেন। ফলে খুব স্বাভাবিক ভাবেই এবার আরও তীব্র হবে ডিএ ইস্যুতে আন্দোলন। আর বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসন আগামী দু’দিন যে অচল হতে পারে তা ইতিমধ্যেই নজরে এসেছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরেরও, এমনাটই সূত্রে খবর।

এরই জেরে আগামী সোম ও মঙ্গলবার রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় অচল হওয়ার আশঙ্কাও যে তৈরি হচ্ছে না তা নয়। কারণ, সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগামী সোম ও মঙ্গলবার যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ডিএ ইসুকে কেন্দ্র করে তাকে সমর্থন জানাতে তৈরি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় অধ্যাপক অধ্যাপিকা এবং কর্মচারীদের একাংশ। আগামী সোমবার ইতিমধ্যেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক অধ্যাপিকাদের একাংশের তরফে ইতিমধ্যেই অবস্থান কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। প্রেসিডেন্সির পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে কলকাতা, উত্তরবঙ্গ সহ রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় অধ্যাপক অধ্যাপিকারাও। ফলে সোম ও মঙ্গলবার রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাজ ব্যাহত হতে পারে। একইসঙ্গে ব্যাহত হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাজও। এক বিশ্ববিদ্যালয় এক অধ্যাপক জানান ‘আমরা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় গুলিতে একাধিক পরীক্ষা রয়েছে। অবশ্যই আমরা দেখব যাতে ছাত্রছাত্রীদের কোন ক্ষতি না হয়, তবে ডিএ আন্দোলন আমাদের নৈতিক অধিকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − four =