ডেঙ্গু নিয়ে রাজ্যের ভূমিকায় প্রশ্ন, হাই কোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা: বর্ষা বঙ্গ থেকে বিদায় নিলেও রাজ্যে কমছে না ডেঙ্গুর প্রকোপ। বরং উল্টে ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসছে মৃত্যুর খবরও। এই অবস্থায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের হস্তক্ষেপে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও এ নিয়ে পদক্ষেপে একটি মেডিক্যাল কমিশন ও মনিটারিং চেয়ে বুধবার এই জনস্বার্থ মামলা দায়ের করেন কলকাতার চিকিৎসক সঞ্জীবকুমার মুখোপাধ্যায়। মামলার আইনজীবী এদিন জানান, হাইকোর্ট বুধবার এই মামলা গ্রহণ করেছে। আগামী মঙ্গলবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিনে সারা রাজ্য জুড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। মৃতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। আবেদনে উল্লেখ করা হয়েছে, কলকাতা পুরনিগম, অন্যান্য পুরসভাগুলি ডেঙ্গুর মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। রাজ্যের পঞ্চায়েতগুলিও ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ বলে অভিযোগ করা হয়েছে। এরই পাশাপাশি প্রশ্ন উঠেছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। অভিযোগ, হাসপাতাল গুলিতে প্লেটলেটের আকাল থাকায় রোগীদের পরিবারের সদস্যরা আরও সমস্যায় পড়ছেন। ফলে ডেঙ্গু নিয়ে সামগ্রিক পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠেছে।
ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধিই শুধু নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য চাপা দেওয়ার অভিযোগও উঠেছে। যদিও রাজ্য সরকার ও পুরনিগম এই অভিযোগ অস্বীকার করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তথ্য প্রকাশ করা যায় না। তাই তথ্য পোর্টালে দেওয়া হচ্ছে না। অন্য রাজ্যেও ডেঙ্গু হচ্ছে, সেই সব রাজ্যও তথ্য দিচ্ছে না বলে দাবি করেন মমতা। তাঁর দাবি, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপ কমে যাবে। কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন, মানুষ সতর্ক হলেই কমবে ডেঙ্গু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eight =