সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে উঠলেন পি ভি সিন্ধু

সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে গেলেন পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ চিনের হান ইউয়ি। ম্যাচের ফল ১৭-২১, ২১-১১, ২১-১৯। প্রথম গেমে ১৫-১৫ হওয়া সত্বেও সেই গেমে হেরে গিয়েছিলেন সিন্ধু। কিন্তু তার পরেই দ্বিতীয় গেম থেকেই তিনি ঘুরে দাঁড়ান। সেখান থেকে ২১-১১ ফলে সমতা ফেরান হায়দরাবাদের মেয়ে। জোরাল শট মেরে এই গেমে তিনি কোণঠাসা করে দেন চিনা প্রতিপক্ষকে।

যদিও তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। হান ইউয়ি এই সময়ে প্রতি-আক্রমণ শুরু করেছিলেন। এক সময়ে ১৬-১৬ হয়ে গিয়েছিল এই গেম। এর পরে ১৯-১৯ হয়ে যায়। কিন্তু সিন্ধু দুরন্ত ছন্দে খেলে ম্যাচ বার করে নেন ২১-১৯ ফলে।শুক্রবার ভারতের আরও দুই ব্যাডমিন্টন খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে নামছেন। সাইনা নেহওয়াল ও এইচএস প্রণয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − nine =