নয়াদিল্লি : রাষ্ট্রপতি ভবনে জমকালো স্বাগত জানানো হল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে। রুশ রাষ্ট্রপতিকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়।
শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে আসেন পুতিন। তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরপর পুতিনকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। রাষ্ট্রপতি মুর্মু ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একে অপরের দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। উল্লেখ্য, দুই দিনের সফরে বৃহস্পতিবারই ভারত সফরে এসেছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

