কলকাতা : শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। উত্তরবঙ্গের পাশাপাশি কাঁপছে দক্ষিণবঙ্গও। রবিবার কলকাতা এই মরশুমের শীতলতম সকাল দেখেছে। মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম। অন্যদিকে, এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি ও পুরুলিয়ায় এই তাপমাত্রা ৫.৯ ডিগ্রি। শীতে রীতিমতো দার্জিলিং-কে টেক্কা দিচ্ছে পুরুলিয়া।
রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ পরিস্থিতি ছিল। এ ছাড়া, সকালের দিকে কুয়াশা ছিল নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে। তার পরের তিন-চার দিনে ফের দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়া জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ুর উপকূল এলাকার দিকে। তবে এর প্রভাবে তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে।