বড়সড় দুর্নীতির অভিযোগ, বরখাস্তের পর গ্রেপ্তার পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতির অভিযোগে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করলেন আম আদমি পার্টির (AAP) মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। শুধু মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা নয়, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করে তাকে গ্রেপ্তার করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দেশের পরই স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। এর পরই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘দুর্নীতিমুক্ত সরকারের প্রতিশ্রুতি দিয়ে পঞ্জাবে ক্ষমতায় এসেছি আমরা। অরবিন্দ কেজরিওয়ালের একনিষ্ঠ অনুগামী হিসেবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিলাম।’

মঙ্গলবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান (Bhagwant Singh Mann) জানান, ‘আমি জানতে পেরেছি আমার মন্ত্রিসভার এক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার এলাকায় টেন্ডার পিছু ১ শতাংশ কমিশন নিচ্ছে। এমনকী, নিজের মন্ত্রিসভার কাজের জন্যও কমিশন নিচ্ছিল। ওই মন্ত্রীও বিষয়টি স্বীকার করে নিয়েছে। মন্ত্রিসভা থেকে ওই মন্ত্রীকে বরখাস্ত করছি। পুলিশকেও বলেছি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করে গ্রেপ্তার করতে।’

এর পরই অভিযুক্ত মন্ত্রীর নাম-পরিচয় জানান ভগবন্ত মান। স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। শুধু বরখাস্ত করে বসে থাকেননি মান। গ্রেপ্তারও করিয়েছেন বিজয়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + ten =