ঘরের মাঠে জয়ে ফিরল পঞ্জাব কিংস

ঘর আর শত্রু নয় শ্রেয়সদের! জয়ের পর বলাই যায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংস এ বার ঢেলে দল সাজিয়েছে। গত বার কেকেআরকে চ্যাম্পিয়ন করা শ্রেয়স আইয়ার পঞ্জাব কিংসের ক্যাপ্টেন। তাঁর নেতৃত্বে জোড়া জয় দিয়ে অভিযান শুরু করেছিল পঞ্জাব কিংস। কিন্তু হোম ম্যাচে ফিরেই অস্বস্তি। ঘরের মাঠে গত ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিল তারা। মুল্লানপুরের মাঠে পঞ্জাবের পরিসংখ্যান অস্বস্তির। সেই অস্বস্তি কিছুটা হলেও কাটল। প্রিয়াংশ আর্যর সেঞ্চুরি, স্নায়ুর চাপ সামলে যশ ঠাকুরের শেষ ওভার। মরসুমে প্রথম হোম ম্যাচ জিতল পঞ্জাব।

বোর্ডে ২২০ রানের বিশাল টার্গেট দিয়েছিল পঞ্জাব কিংস। এই মাঠে দ্বিতীয় বার ২০০ পেরনোর রেকর্ড। এক পেশে ম্যাচ হতে পারে, এমন আশঙ্কাও ছিল। যদিও ওপেনিংয়ে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের ৬১ রানের জুটি আশা জাগায়। পরপর উইকেট হারিয়ে ফের চাপে পড়ে চেন্নাই। কনওয়ে এবং শিবম দুবের বিধ্বংসী জুটি আবারও ম্যাচে ফেরায়। কনওয়ে ৪৯ বলে ৬৯ রানে রিটায়ার্ড আউটে ক্রিজ ছাড়েন। পাঁচ নম্বরে ব্যাটিং নামেন ধোনি। ১২ বলে ২৭ রানের বিধ্বংসী ইনিংস। কিন্তু শেষরক্ষা হল না।

শেষ দিকে জমে ওঠে ম্যাচ। মাহিকে সেই পুরনো মেজাজে দেখা যায়। তার উপর মাহির ক্যাচও মিস হয়। শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের টার্গেট দাঁড়ায় ২৮ রান। ক্রিজে চেন্নাই সুপার কিংসের থালা এবং থালাপতি। ধোনি ও জাডেজা জুটি থাকায় এই রানটুকু তোলার স্বপ্ন দেখছিল সিএসকে। কিন্তু শেষ ওভারের প্রথম ডেলিভারিতে যশ ঠাকুরের বোলিংয়ে শর্ট থার্ডম্যানের ক্যাচে ফেরেন থালা ধোনি। সরাসরি বল হাতে ক্যাচে অস্বস্তিতে পড়েছিলেন চাহাল। কোনওরকমে তা নেন। এর সঙ্গেই যেন চেন্নাইয়ের স্বপ্নও ভেঙে দেন।

বাকি পাঁচ বলে ২৮ রান তোলা চাপের হয়ে দাঁড়ায়। বিজয় শঙ্কর ক্রিজে এলেও এ মরসুমে তাঁর মন্থর ব্যাটিংই দেখা গিয়েছে। সিঙ্গল নিয়ে জাডেজাকে স্ট্রাইক দেন। তৃতীয় ডেলিভারিতে ছয় মারেন জাড্ডু। তার উপর নো-বল! ফলে ৪ বলে ২১ রানের টার্গেট, সঙ্গে ফ্রি-হিটে ম্যাচে ফেরে চেন্নাই সুপার কিংস। অফস্টাম্পের বাইরে বল করেন যশ। ফ্রি-হিটে ব্যাটে-বলে হয়নি। জয়ের সম্ভাবনা সেখানেই শেষ। তবে হারের ব্যবধান কমানোর সুযোগ। ১৮ রানে জয় পঞ্জাব কিংসের। ঘরের মাঠে মরসুমের দ্বিতীয় ম্যাচ, প্রথম জয় পঞ্জাব কিংসের। টানা চার ম্যাচে হার চেন্নাই সুপার কিংসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 9 =