বিদেশের বিমানে মত্ত অবস্থায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান! ভুয়ো খবর, দাবি আপের

মত্ত অবস্থায় বিমানে ওঠায় বিদেশের একটি উড়ান থেকে নামিয়ে দেওয়া হয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। এমন গুরুতর অভিযোগ করল পঞ্জাবের শিরোমণি অকালি দল। যদিও বিরোধী দলের এই অভিযোগকে ভুয়ো বলে নস্যাৎ করেছে পঞ্জাবের শাসকদল। আপের পাল্টা দাবি, এটি অপপ্রচার।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে লুফৎহানসার উড়ান থেকে মানকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সে জন্য ওই উড়ানের বেশ কয়েক ঘণ্টা বিলম্ব হয়ে যায় বলে দাবি অকালি দলের। টুইটারে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করেছেন অকালি নেতা সুখবীর সিং বাদল।

তিনি লিখেছেন, ‘লুফৎহানসার উড়ানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এতটাই মত্ত অবস্থায় উঠেছিলেন যে তিনি হাঁটতে পারছিলেন না। মানকে ওই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এবং এতে উড়ানে চার ঘণ্টা দেরি হয়েছে। তিনি আপের জাতীয় সম্মেলনেও যোগ দিতে পারেননি। এই ঘটনা বিশ্বের সমস্ত পঞ্জাবিকে লজ্জায় ফেলে দিয়েছে। শকিং, মুখ্যমন্ত্রীকে ঘিরে এ সব রিপোর্টে পঞ্জাব সরকার একেবারে চুপ!’

অকালি দলের এই অভিযোগ অস্বীকার করেছেন আপের মুখপাত্র মলবিন্দর সিং। তাঁর দাবি, ‘জার্মানি থেকে ফেরার জন্য ১৮ সেপ্টেম্বর বিমানে ওঠেন তিনি। তাঁকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে নয়াদিল্লিতে নামতে হত। সময়সূচি অনুযায়ী সঠিক সময়েই নয়াদিল্লিতে ফিরেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। বিরোধীদের এ ধরনের অভিযোগ ভিত্তিহীন, নিরর্থক এবং মিথ্যা অপপ্রচার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =