পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: পুজোর মুখে বাঁকুড়ায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি বছর এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬৬ জন। এর মধ্যে ৫৫ জনই বাঁকুড়া শহরের। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, ততই জেলায় বাড়ছে শাসক বিরোধী রাজনৈতিক চাপানউতোর।
চলতি বছর বর্ষার শুরু থেকেই বাঁকুড়া জেলায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ধীরে ধীরে বাড়তে বাড়তে সেই সংখ্যা এখন আড়াইশো ছাড়িয়েছে। বাঁকুড়া শহরে আক্রান্তের সংখ্যাও কম নয়। পুরসভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাঁকুড়া শহরে সবমিলিয়ে ৫৫ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন মোট ১০ জন।
স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সমস্ত রকম পদক্ষেপ করা হয়েছে। বাঁকুড়া পুর এলাকার ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য পুরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা জানানো হয়েছে। এদিকে ডেঙ্গুর এই বাড়বাড়ন্তে বাঁকুড়া পুর এলাকায় ক্রমশ তীব্র আকার নিচ্ছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, পুরসভার গাফিলাতির কারণেই দ্রুত হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পুরসভা অভিযোগ মানতে নারাজ। পুরসভার দাবি, প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে সাফাই কাজ চালানোর পাশাপাশি চলছে ব্যাপক প্রচারাভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =