দ্বিতীয় বর্ষে “মেঘবালিকা”-র পুজো, ভূষিত শারদ সম্মানে

বারুইপুর : কলকাতার উপকন্ঠে বারুইপুরের ইডেন মেঘবালিকা আবাসনে আয়োজিত হয়ে গেল দ্বিতীয় বর্ষের দুর্গোৎসবের। শারদোৎসব উপলক্ষ্যে এখানে আয়োজন করা হয়েছিল মনোমুগ্ধকর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। জানা গেছে, এসএসবি’র শারদ সম্মানে ভূষিত হয়েছে মেঘবালিকা-র পুজো।

উল্লেখ্য, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুরো মেঘবালিকা প্রাঙ্গণ ছিল আনন্দমুখর। একদিকে যেমন শাস্ত্রীয় রীতি অনুসারে দেবী দুর্গার আরাধনা করা হয়, তেমনই প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে মেঘবালিকা-র বাসিন্দারা গান, নাচ, নাটক পরিবেশন করেন।

আলোর রোশনাই, ঢাকের বাদ্যি এক অন্য মাত্রা নিয়ে এসেছিল মেঘবালিকা-য়। দশমীতে দেবী বরণ ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় মেঘবালিকা-র শারদোৎসব। পুজোর দিনগুলোয় মেঘবালিকা-য় বিরাজমান ছিল এক আনন্দমুখরিত ভক্তিমূলক পরিবেশ।

মেঘবালিকা উৎসব কমিটির সেক্রেটারি সুব্রত সেন বলেন, এই বছর এসএসবি’র শারদ সম্মানে ভূষিত হয়েছে মেঘবালিকার পূজা। এই শারদ সম্মান প্রাপ্তি আগামী বছর আরও জমকালো ও ভক্তিসহকারে পুজো আয়োজনে তাঁদের অনুপ্রাণিত করবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =