নেইমারকে নিয়ে প্রবল চাপে পিএসজি, বার্সায় ফিরছেন!

ফের আলোচনায় ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি। লিওনেল মেসির সঙ্গে ক্লাবের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে চুক্তি বাড়ায়নি পিএসজি। মেসি সই করেছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। ফ্রান্সের বিশ্বজয়ী তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে নিয়েও অনেক জলঘোলা হয়েছে পিএসজি-তে। এ বার ব্রাজিলয় তারকা নেইমার। পিএসজি ছাড়তে চান নেইমার। পিএসজির সঙ্গে এখনও চুক্তি রয়েছে নেইমারের। যদিও মেসির ক্লাব ছেড়ে যাওয়া, এমবাপের সঙ্গে ক্লাবের সংঘাত, নানা কারণেই অস্বস্তিতে নেইমারও। ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেইমার ইতিমধ্যেই পিএসজি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন অন্যত্র চলে যাওয়ার কথা। নেইমারের পছন্দ বার্সেলোনা। কেরিয়ারের সোনালী সময় কাটিয়েছেন স্পেনের ক্লাবে। নেইমার চাইলেও বার্সেলোনায় তাঁর ফেরা আদৌ সম্ভব কিনা, এ নিয়ে বিতর্ক চলতে পারে। বার্সেলোনার আর্থিক পরিস্থিতি ভালো নয়। পিএসজির নতুন কোচ হয়েছেন লুইস এনরিকে। এই স্প্যানিশ কোচ চাইছন একটা তরুণ দল গড়তে। ক্লাবও কোচের পাশেই রয়েছে। ৩১ বছরের নেইমার এই পরিকল্পনায় পড়ছেন না বলেই মনে করা হচ্ছে। স্পেনের জাতীয় দলের দায়িত্বে থাকার সময়ও তারুণ্যে ভরসা ছিল এনরিকের। প্রচুর তরুণ ফুটবলারকে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন। তাই তিন বছরের চুক্তি থাকা সত্ত্বেও নেইমারকে মোটা অঙ্কে অন্য ক্লাবে ছাড়তে আগ্রহী পিএসজি। প্যারিস সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেইমার প্রসঙ্গে ক্লাব অবশ্য সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি। নেইমার প্রশ্নে কোনও মন্তব্যও করেননি ক্লাবকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + three =