১৭ নভেম্বর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, পরীক্ষার্থীদের সুবিধার্থে চলবে অতিরিক্ত মেট্রো 

কলকাতা : আগামী ১৭ নভেম্বর (রবিবার) রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষা, সেই জন্য ওই দিন কলকাতা মেট্রোর ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে। ওই দিন ১৩০-টির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে ১৩৮-টি ট্রেন চলবে।

এর মধ্যে ১৩৩-টির পরিষেবা মিলবে দক্ষিণেশ্বর থেকে। দমদম ও কবি সুভাষ থেকে সকাল সাতটা এবং দক্ষিণেশ্বর থেকে ৭.১৫ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে।

সকাল ৯.৩০ মিনিট পর্যন্ত ৩০ মিনিট অন্তর চলবে ট্রেন। অন্যদিকে, গ্রীন লাইন ২-এর ক্ষেত্রে পরিষেবা অন্যান্য রবিবারের মত স্বাভাবিক থাকবে এবং গ্রিন লাইন-১ , পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের পরিষেবা যথারীতি বন্ধ থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 11 =