হাওড়া : সব বাঙালি নাকি বাংলাদেশি! হাওড়া মেট্রো স্টেশনের এক কর্মীর বিরুদ্ধে এমন মন্তব্য করার অভিযোগ উঠেছে। তা নিয়ে মঙ্গলবার উত্তাল হয় হাওড়া মেট্রো স্টেশন চত্বর। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
মেট্রোয় টিকিট কাটতে গিয়ে বিপত্তির সূত্রপাত। ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হল যাত্রীকে, এমনই অভিযোগ। সূত্রের খবর, হাওড়া মেট্রো থেকে এসপ্ল্যানেড আসার জন্য তিনি টিকিট কাটতে যান। নিজের মাতৃভাষায় তিনি টিকিট চাইলে মেট্রোকর্মী হিন্দিতে তার উত্তর দেন।প্রতিবাদ করায় যাত্রীকে বলা হয়, “বাংলা বাংলা করবেন না তাহলে এটাও বাংলাদেশ হয়ে যাবে।”
কৌশিক মাইতি নামের এক ব্যক্তি এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন নিজের সামাজিক মাধ্যমে। তিনি জানিয়েছেন, অভিষেক কুমার আনন্দ নামে হাওড়া মেট্রো স্টেশনের এক কর্মী সব বাঙালিদের বাংলাদেশি বলেছেন। তাঁর অভিযোগ, ওই কর্মী ভিনরাজ্যের বাসিন্দা এবং বাঙালি নন। তিনি বাংলার মাটিতে চাকরি করে, এখানে অফিসে বসে বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছেন। ভিডিওতে শোনা যাচ্ছে, তিনি ছাড়া বাকি যারা প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা ‘জয় বাংলা’ স্লোগানও দিচ্ছেন।
মেট্রো রেল এই ঘটনার তদন্ত শুরু করছে বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। মেট্রোরেল সূত্রে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ‘মেট্রো রেল এই ধরণের ঘটনা সমর্থন করে না। এই ধরণের আচরণ কোনও কর্মীর থেকে কাম্য নয়।’
প্রসঙ্গত, গত মাসে কলকাতা মেট্রোর দুই মহিলা যাত্রীর বিতর্কের ভিডিও রীতিমত ভাইরাল হয়। ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা যাত্রী অন্য মহিলা যাত্রীকে বলছেন, ‘‘আপনি বাংলাদেশে নয়, ভারতে রয়েছেন। পশ্চিমবঙ্গ ভারতেরই একটি অংশ এবং আপনাকে অবশ্যই হিন্দি শিখতে হবে।’’ তাঁকে আরও বলতে শোনা যায়, ‘‘আপনি বাংলা বলতে জানেন, কিন্তু ভারতে বসবাস করেও হিন্দি বলতে জানেন না কেন?’’ এই সব কথা শুনে তীব্র আপত্তি জানান দ্বিতীয় মহিলা। তাঁকে ‘বাংলাদেশি’ বলায় তিনি অপমানিত হয়েছেন বলেও উল্লেখ করেন। এরপর তিনি বলেন, ‘‘আমি পশ্চিমবঙ্গে থাকি, আপনার জায়গায় নয়।’’ তখন আবার পাল্টা উত্তর আসে। প্রথম মহিলা ব্যঙ্গ করে বলেন, ‘‘এই মেট্রো এবং পশ্চিমবঙ্গ আপনার নয়।’’ উত্তরে দ্বিতীয় জন আবার বলেন, ‘‘পশ্চিমবঙ্গও আমার, মেট্রোও আমার। আমার দেওয়া করের টাকায় এটা তৈরি করা হয়েছে। আপনার টাকা দিয়ে নয়।’’