আর জি কর-কাণ্ডে দেশজুড়ে ডাক্তারদের বিক্ষোভ জারি, মুম্বই ও দিল্লি-সহ নানা প্রান্তে প্রতিবাদ

নয়াদিল্লি : কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশের চিকিৎসক মহল।

দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবারও দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করলেন ডাক্তাররা। আর জি কর-কাণ্ডের আঁচ পৌঁছে গিয়েছে মুম্বই, দিল্লি, লখনউ-সহ দেশের বিভিন্ন শহরে।

উল্লেখ্য, আর জি কর কাণ্ডে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন ১৩ আগস্ট থেকে দেশব্যাপী ওপিডি পরিষেবা বন্ধ করার আহ্বান জানিয়েছে৷ মঙ্গলবার সকালে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা অবস্থান বিক্ষোভ বসেন।

পাটনা এইমস-এর ডাক্তারাও এদিন বিক্ষোভ প্রদর্শন করেন। এইমস দিল্লির চিকিৎসকরাও বিক্ষোভে সামিল হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =