কলকাতা : অশান্ত হয়ে উঠল কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ। আর জি কর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে বদলি করা হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে। তিনি সেখানে অধ্যাপক হিসাবে কাজে যোগ দিয়েছেন। আবার সোমবারই আর জি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হয়। এই দুই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ দেখালেন ন্যাশনাল মেডিকেলের পড়ুয়ারা।
তবে, কলকাতা ন্যাশনাল মেডিকেলে এত দিন যিনি অধ্যক্ষ পদে ছিলেন, সেই অজয়কুমার রায় মঙ্গলবার হাসপাতালে এলে, তাঁকে ঘিরে কোনও বিক্ষোভ দেখাননি পড়ুয়ারা। প্রসঙ্গত, সোমবার বিকেলে অজয়কে বদলি করা হয়েছে স্বাস্থ্য ভবনে। সেখানে তিনি ওএসডি হিসাবে কাজ করবেন।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ন্যাশনাল মেডিকেলে কলেজে পৌঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। হাসপাতালে যান কসবার বিধায়ক জাভেদ খানও। তাঁদের ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দেন বিক্ষোভরত পড়ুয়ারা।
পড়ুয়াদের বিক্ষোভ এবং ‘গো ব্যাক’ স্লোগানের জেরে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ফিরে যেতে বাধ্য হন এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং রাজ্যের মন্ত্রী তথা কসবার বিধায়ক জাভেদ খান। স্বর্ণকমলের সামনে নিজেদের ভয় এবং ক্ষোভের কথা উগরে দেন পড়ুয়ারা।