পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ও তুমুল বিক্ষোভ টিএমসিপির

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশে বিলম্ব, ইচ্ছাকৃত ভাবে পরীক্ষায় পড়ুয়াদের কম নম্বর দেওয়া, রিভিউ করতে বাধ্য করা সহ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ তুলে সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবল বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ বিশ্ববিদ্যালয় চত্বরেও মিছিল করে বিক্ষোভ দেখায়।
আন্ডার গ্র্যাজুয়েট স্তরের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল এখনও প্রকাশ করতে পারেনি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। এদিকে ১৫ সেপ্টেম্বর স্নাতকোত্তর স্তরের ফর্ম ফিলাপের শেষ দিন ঘোষণা করা হয়েছে। ফলে বহু পড়ুয়াই স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, পড়ুয়ারা বিভিন্ন পরীক্ষায় ভালো পরীক্ষা দিলেও তা¥দের ইচ্ছাকৃত ভাবে কম নম্বর দিচ্ছে বিশ্ববিদ্যালয়। পরে মোটা অঙ্কের টাকা খরচ করে রিভিউ করা হলেও সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। রাজ্যপাল মনোনীত উপাচার্যর নেতৃত্বে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এমন স্বেচ্ছাচারিতা চালাচ্ছে বলে অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল ছাত্র পরিষদ। দ্রুত এই অব্যাবস্থা বন্ধ না হলে আগামী দিনে বিশ্ববিদ্যালয় অবরোধের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের ওই ছাত্র সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + nineteen =