হাজরা মোড়ে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কলকাতা: হাজরা মোড়ে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ ও চাকরির দাবিতে বিক্ষোভে সামিল হলেন টেট উত্তীর্ণরা। বুধবার দুপুরে হাজরা মোড়ে ৭০-৮০ জন চাকরি জমায়েত করেন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করলেই বাধা দেয় পুলিশ। যার জেরে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। এর পর বিক্ষোভকারীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিক্ষোভকারীদের দাবি, ২০১৪ সালে টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েও চাকরি মেলেনি। তারওপর প্রাথমিক নিয়োগে দুর্নীতির জাল ক্রমশ প্রকাশ্যে আসছে। এদিন হাজরা পার্কের ফুটপাথে জড়ো হয়ে স্লোগান দিয়ে হাজরা মোড়ে আসার চেষ্টা করেন আন্দোলনকারীরা। চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাতে পারেন, এ খবর আগেই ছিল কলকাতা পুলিশের কাছে। তাই ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী উপস্থিত ছিলেন হাজরা মোড়ে। সেই দলে ছিল মহিলা পুলিশও। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখানো শুরু করতেই তাঁদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তার পর পুলিশ প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায় বিক্ষোভকারীদের।

গত কয়েক মাস ধরেই নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ৯ জুন টেট উত্তীর্ণরা সল্টলেকের বিকাশ ভবনে স্মারকলিপি জমা দিতে যান। সেখানেও ব্যারিকেড করে তাঁদের আটকেছিল পুলিশ। সেই অভিযান ঘিরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। বেশ কয়েক জন বিক্ষোভকারীও অসুস্থ হয়ে পড়েছিলেন।এই ঘটনার কয়েক দিন পরই টেট দুর্নীতি মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ২০১৭ সালে প্রাইমারি শিক্ষক নিয়োগের দ্বিতীয় তালিকাকে বেআইনি বলে উল্লেখ করে আদালত। সেই তালিকায় থাকা ২৬৯ জন প্রাইমারি শিক্ষকের চাকরিও বাতিল হয়েছে আদালতের নির্দেশে। ২৬৯ জনের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছিল আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + twenty =