বৃহস্পতিবার পাটনায় বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার শেষকৃত্য সম্পন্ন হবে

নয়াদিল্লি : বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার জীবনাবসান হয়েছে মঙ্গলবার রাতে। বয়স হয়েছিল ৭২। দিল্লির এইমসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। একাধিক পুরস্কার প্রাপক শারদা সিনহা ভোজপুরী ও মৈথিলি লোক সঙ্গীতের জন্য বিশেষ জনপ্রিয় ছিলেন।

জানা গেছে, তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পাটনায়। এদিন দুপুর ১২টার পর থেকে শারদা সিনহার মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন আত্মীয়-স্বজন ও তাঁর অনুরাগীরা। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

বিগত ৬ বছর ধরে তিনি কর্কট রোগে আক্রান্ত ছিলেন। ২৬ অক্টোবর তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে এইমস-এ ভর্তি করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি শারদা সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, শারদা সিনহা মৈথিলি এবং ভোজপুরি সঙ্গীতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =