বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার সকালে বিপুল অঙ্কের নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে লিলুয়া থানার পুলিশ। লিলুয়া থানার অন্তর্গত লিলুয়া-কোনা ট্রাফিক গার্ড ও লিলুয়া থানার পুলিশের যৌথ উদ্যোগে কোনা মোড় থেকে ধরা পড়লো দুটি ছোট লরি। এই লরি গুলি বোঝাই ছিল নিষিদ্ধ শব্দবাজি ও আরো অন্যান্য নিষিদ্ধ বাজিতে। নাকা চেকিংয়ের সময় পুলিশ লরি দুটিকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই লরি দুটি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে হুগলির উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় কোনা মোড়ে গাড়ি দুটিকে আটকায় পুলিশ। ওই দুটি লরি থেকে উদ্ধার করে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি। বাজি উদ্ধার হওয়া লরি দুটিকে নিজেদের হেপাজতে নেয় লিলুয়া থানার পুলিশ সেই সঙ্গে গাড়ির চালকদের লিলুয়া থানার পুলিশ গ্রেপ্তার করে। আজ ওই আটক ব্যক্তিদের হাওড়া আদালতে বিচারকের সামনে পেশ হবে বলে জানা যাচ্ছে লিলুয়া থানার পুলিশ সূত্রে। এছাড়াও এই বাজিগুলি সরকারিভাবে হলদিয়াতে নিয়ে গিয়ে একটি সংস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করে মাটিতে পুঁতে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। একইভাবে থানায় আটক বাজিগুলোকে নিষ্ক্রিয় করে ফেলা হয়। পাশাপাশি লরির মালিকদের সঙ্গেও যোগাযোগ করে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্রের খবর।