রামনবমী উপলক্ষ্যে শহরের একাধিক জায়গায় মিছিল

কলকাতা : দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। রাজ্যজুড়েও পালিত আজকের এই বিশেষ তিথি। আর সেই রামনবমী উপলক্ষ্যে শহরে একাধিক জায়গায় মিছিল।

রবিবার সকাল ৬টায় একটি মিছিল হয়েছে সিআইটি মোড় থেকে গীতাঞ্জলি ঘড়ির মোড় হয়ে বেলেঘাটা রোড পর্যন্ত।

এরপর দুপুর সাড়ে ১২টায় একটি মিছিল বেচু চ্যাটার্জি স্ট্রিট থেকে সাহিত্য পরিষদ স্ট্রিট পর্যন্ত। বিধান সরণি, কেসি সেন স্ট্রিট, বলাই সিংহ লেন, কৈলাস বোস স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, মানিকতলা চালতা বাগান, বিবেকানন্দ রোড, ডাফ স্ট্রিট, গোয়াবাগান হয়ে শেষ হবে সাহিত্য পরিষদ স্ট্রিটে।

দুপুর দেড়টায় রামনবমী উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের হবে, যেটি শুরু হবে ক্যানাল রোড থেকে যাবে বেকারি রোড পর্যন্ত। সেটি যাবে হেস্টিংস ক্যানাল রোড, কবিতীর্থ সরণি, হেম চন্দ্র স্ট্রিট, কার্ল মার্কস সরণি, বাবু বাজার, ভূকৈলাস রোড, ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর ক্রসিং, খিদিরপুর ব্রিজ, হেস্টিংস বাস স্ট্যান্ড, হসপিটাল লেন, খালাসিটোলা রোড হয়ে শেষ হবে বেকারি রোডে।

দুপুর আড়াইটায় কাশীপুর রোড থেকে একটি মিছিল শুরু হবে, সেটি যাবে কেএন দত্ত রোড, বিটি রোড, কেসি রোড হয়ে চিড়িয়ামোড় পর্যন্ত। আবার ওই সময়েই বাগবাজার স্ট্রিট থেকে বিকে পাল ক্রসিং পর্যন্ত একটি রামনবমীর মিছিল যাবে। সেটি বাগবাজার বাটা হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ভূপেন বোস অ্যাভিনিউ, শ্যামপুকুর স্ট্রিট, এভি স্কুল, জেএম অ্যাভিনিউ, বিডন স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, শোভাবাজার ক্রসিং, অরবিন্দ সরণি, রবীন্দ্র সরণি দিয়ে শেষ হবে বিকে পাল ক্রসিংয়ে। দুপুর আড়াইটাতেই আবার কাশীপুর রোড থেকে কেসি রোড পর্যন্ত যাবে আরও একটি মিছিল। সিঁথি মোড়, বিটি রোড, চিড়িয়ামোড় হয়ে মিছিল শেষ হবে কেসি রোডে। ওই একই সময়ে কবরডাঙা ময়দান থেকে বোসপুকুর ক্রসিং হয়ে একটি মিছিল যাবে নবপল্লী পর্যন্ত। সেটি বন্ডেল ব্রিজ, পিকনিক গার্ডেন রোড, কুষ্টিয়া মোড়, বড়তলা ক্রসিং, চৌবাগা, পঞ্চান্নগ্রাম, বিধাননগর রোড, নস্করহাট বাজার, কসবা থানার সামনে দিয়ে বোস পুকুর ক্রসিং হয়ে নবপল্লীতে শেষ হবে।

দুপুর ৩টের সময় আবার মিছিল শুরু হবে রামলীলা ময়দান থেকে। যাবে চম্পামণি হাসপাতাল রোড পর্যন্ত। সেটি সিআইটি রোড, পিলিপস মোড়, চরক তলা মন্দির হয়ে শেষ হবে চম্পামনি হাসপাতাল রোডে।

বিকেল ৪টের সময়ে তিলজলা রোড থেকে একডালিয়া হয়ে একটি মিছিল যাবে ম্যান্ডেভিলা গার্ডেন পর্যন্ত। সেটি বন্ডেল ফ্লাইওভার, বন্ডেল রোড শীতলা মন্দির, রিপোজ নার্সিং হোম, ব্রড স্ট্রিট, বালিগঞ্জ প্লেস, কর্নফিল্ড রোড, একডালিয়া রোড হয়ে ম্যান্ডেভিলা গার্ডেনে শেষ হবে।

বিকেল সাড়ে ৪টের সময় আরও একটি মিছিল বের হবে। সেটি শুরু হবে মহাত্মা গান্ধী রোড থেকে, হবে কলাকার স্ট্রিট পর্যন্ত। নেতাজি সুভাষ রোড, রবীন্দ্র সরণি, মুক্তারাম বাবু স্ট্রিট, সিআর অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড হয়ে কলাকার স্ট্রিটে শেষ হবে।

এদিন রাত ৮টা নাগাদ একটি মিছিল বের হবে। সেই মিছিল শুরু হবে আলিপুর রোডে, যাবে দুর্গাপুর লেন পর্যন্ত। পিতাম্বর ঘটক লেন, চেতলা হাট রোড, রাজা সন্তোষ রোড হয়ে শেষ হবে দুর্গাপুর লেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 11 =