কলকাতা : নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, ‘কালীঘাটের কাকু’-সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল। আদালতগুলিতে এখন শীতের ছুটি চললেও পার্থবাবুদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য বৃহস্পতিবার কলকাতার বিচার ভবনে বসে বিশেষ আদালত।
নিয়ম অনুযায়ী এদিন সশরীরে আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং চার্জশিটে নাম থাকা অন্যেরা। পার্থবাবু ইডির মামলা থেকে নিষ্কৃতি চেয়ে আবেদন করেন। বিধি মোতাবেক, যাঁরা মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার আর্জি আগে জানাবেন, তাঁদের চার্জ গঠনের শুনানি আগে হবে।
চার্জ গঠনের শুনানিতে নিজেদের বক্তব্য জানায় ইডি। বৃহস্পতিবার তদন্তকারী সংস্থার তরফে আদালতে দাবি করা হয়, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র সঙ্গে পার্থ, মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের যোগ স্পষ্ট। ‘কাকু’ এবং পার্থের মধ্যে লেনদেনের প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে ইডি।
শুক্রবার এই মামলা থেকে অব্য়াহতি চেয়ে আবেদন জানাতে পারেন অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য তাঁর স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক।