কলকাতা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে নির্যাতিতা ছাত্রীকে ওই কলেজ থেকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। পুজোর আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৫ জুন থেকে প্রবল মানসিক চাপের মধ্যে আছেন ওই ছাত্রী।
কসবা কলেজের ওই গণধর্ষণের অভিযোগ প্রবল আলোড়ণ ফেলে সংবাদমাধ্যম ও জনমানসে। চুক্তিবদ্ধ কর্মী তথা ওই কলেজের ছাত্রনেতা মনোজিৎ মিশ্র ও তাঁর একাধিক ঘনিষ্ঠ গ্রেফতার হয়। তদন্তে উঠে আসে শাসকদলের একের পর এক দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। এই অবস্থায় ওই ছাত্রী ওই কলেজে থাকতে রাজি নন।
এ ব্যাপারে ছাত্রীর অভিভাবক কলেজ বদলের অনুমতি চেয়ে আগেই আবেদন করেছেন কর্তৃপক্ষের কাছে। সূত্রের খবর, সেটি মঞ্জুর হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ শান্তা দে জানিয়েছেন, বিষয়টি বিচারাধীন। ওই ছাত্রীর পরিচয় গোপন রেখে যত দ্রুত সম্ভব তাঁকে অন্য কলেজে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে।

