লাহোরের রাস্তায় খুন খলিস্তানপন্থী জঙ্গি নেতা

পাকিস্তানে খুন করা হলেন খলিস্তানপন্থী জঙ্গি নেতা পরমজিৎ সিং পঞ্জওয়ার ওরফে মালিক সর্দার সিং। শনিবার সকালে পাক পঞ্জাবের রাজধানী লাহোরের জোহর টাউন এলাকার রাস্তায় দুই অজ্ঞাতপরিচয় আততায়ী মোটরবাইকে চড়ে এসে তাঁকে গুলি করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা পরমজিৎকে মৃত ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়ায় খলিস্তানপন্থীদের একাংশ এই খুনের নেপথ্যে ভারতীয় গুপ্তচর সংস্থা র-এর হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে।

খলিস্তানপন্থী গোষ্ঠী দল খালসার প্রধান কুঁয়ার পাল সিং শনিবার দুপুরে পরমজিতের মৃত্যুর কথা জানান। গত কয়েক বছরে একাধিক বার খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিতের বিরুদ্ধে ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র এবং মাদক পাচারের অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, গত নভেম্বরে পাকিস্তানে খুন হয়েছিলেন খলিস্তানি জঙ্গি নেতা হরবিন্দর সিং রিন্দা। এবার খুন হলেন পরমজিৎ সিং পঞ্জওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =