মুম্বই : বলিউড থেকে হলিউড সর্বত্র নিজস্ব ঘরানার ছাপ রেখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া| এবার তাঁর আসন্ন বিদেশি ছবি ‘দ্য ব্লাফ’-এর আনুষ্ঠানিক ঘোষণা হলো। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ছবির প্রথম পোস্টার, যা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রুশো ব্রাদার্স প্রযোজিত এবং ফ্র্যাঙ্ক ই. ফ্লাওয়ার্স পরিচালিত এই ছবির কাহিনি আঠারোশো শতকের পটভূমিতে নির্মিত। ছবিতে প্রিয়াঙ্কা অভিনয় করছেন এরসেল বোডেন নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। প্রকাশিত পোস্টারে হাতে তলোয়ার নিয়ে এক সাহসী ও দৃঢ়চেতা রূপে ধরা দিয়েছেন তিনি। জানা গেছে, ছবির কাহিনি কুখ্যাত নারী জলদস্যু ‘ব্লাড মেরি’-র জীবন থেকে নেওয়া।
প্রিয়াঙ্কার এই নতুন রূপ দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে। উল্লেখ্য, ‘দ্য ব্লাফ’ আগামী ২৫ ফেব্রুয়ারি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে।

