কলকাতা : কলকাতায় ফের বাসের দৌরাত্ম্য! ডোরিনা ক্রসিংয়ে বেসরকারি ও সরকারি বাসের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চালক। ভেঙে গিয়েছে একটি বাসের সামনের কাচ। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রের খবর, ডোরিনা ক্রসিংয়ে সিগন্যাল পড়ে যাওয়ায় হঠাৎই ব্রেক কষে ২১২ রুটের বেসরকারি বাসটি। তার পিছনেই আসছিল এসি ২৪ রুটের সরকারি বাস। সিগন্যালের জেরে ২১২ রুটের বাসটি হঠাৎই দাঁড়িয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই বেসরকারি বাসের পিছন দিকে সজোরে ধাক্কা মারে সরকারি বাসটি।
যার ফলে ওই সরকারি বাসের সামনের অংশ ও ড্রাইভার-কেবিনের প্রায় গোটাটাই খুলে ছিটকে রাস্তায় পড়ে যায়। পুলিশ দু’টি বাসকেই আটক করেছে। দু’টি বাসেই অল্পসংখ্যক যাত্রী ছিলেন। তারাও অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জখম হয়েছেন এসি-২৪ রুটের বাসের চালক।