এবার গ্র্যামির মঞ্চ মাতাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! শুনতে একটু অবাক লাগছে কি? অবাক হবেন না। সত্যিই গ্র্যামি পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদি। মিলেটের উপকারিতা নিয়ে প্রচারমূলক গানের জন্য মনোনিত হয়েছেন তিনি। ২০২৩ সালকে মিলেট-বর্ষ হিসাবে আগেই ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ।
এই বিশ্ব ক্ষুধার বাজারে তাঁর জন্য একটি প্রচারমূলক গানের নেপথ্যের কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গানটি গেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান গায়িকা ফালু ওরফে ফাল্গুনী, তাঁর সঙ্গে রয়েছেন গায়ক গৌরব শাহ। গানটির নাম ‘অ্যাবানডান্স ইন মিলেট’। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে এই গান।
গায়িকা ফালু ও গায়ক গৌরবের তৈরি এই গানে প্রধানমন্ত্রী বক্তৃতার একটি বৃহত্তর অংশ রয়েছে। শুক্রবার রাতে গ্র্যামির অফিশিয়াল পেজে এই গানটির মনোনয়নের ঘোষণা করা হয়। গত জুন মাসে মুক্তি পায় গান।’ গত বছর ‘আ কালারফুল ওয়ার্ল্ড’-এর জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন ফাল্গুনী। তার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। সেই সময়ই এই গানটি লেখার কথা মাথায় আসে ফাল্গুনীর।