কর্নাটকে বজরংবলীর নামে জয়ধ্বনি প্রধানমন্ত্রীর

কংগ্রেসের গোটা রাজনীতিটাই ‘বিভাজন এবং শাসন’ নীতির উপর দাঁড়িয়ে আছে বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। বুধবার কর্নাটকের মুদবিদরিতে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ফের একবার কংগ্রেসকে আক্রমণ করতে শোনা গেল তাঁকে। সভামঞ্চ থেকেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘সমাজে শান্তি থাকলে কংগ্রেস শান্তিতে থাকতে পারে না। দেশের উন্নতি হলে কংগ্রেস তা সহ্য করতে পারে না।’ সভার শুরুতেই ‘ভারত মাতা কি জয়’ বলে স্লোগান দেন তিনি। তার পরই তাঁর মুখে শোনা যায় বজরংবলীর নামে স্লোগান।

মোদির বজরংবলী শরণের নেপথ্যে রাজনৈতিক অঙ্কই দেখছেন রাজনীতির কারবারিরা।  মঙ্গলবারই নিজেদের নির্বাচনী ইস্তাহারে কংগ্রেস জানিয়েছিল, তারা কর্নাটকে ক্ষমতায় এলে বজরং দল কিংবা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর মতো ধর্মীয় প্ররোচনা সৃষ্টিকারী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবে। তার পরই কংগ্রেসের সমালোচনায় সরব হন বিজেপি নেতারা। কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − four =