বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকের আগে নয়া দিল্লিতে রোড শোয়ে বেরোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্নাটকের হুবালির মতোই রাজধানীতেও গাড়ির পাদানিতে দাঁড়িয়ে হাসিমুখে রাস্তার দু-ধারে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন কুড়োলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে কেবল কাছ থেকে দেখা নয়, তাঁর দিকে গোলাপের পাপড়িও ছু়ড়ে দিচ্ছেন শয়ে শয়ে অনুরাগীরা। সোমবার দুপুরে এমনই দৃশ্যের সাক্ষী হল নয়া দিল্লি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকের আগেই রোড শো করেন প্রধানমন্ত্রী। দিল্লির সর্দার প্যাটেল মার্গ থেকে NDMC কনভেনশন সেন্টার পর্যন্ত এক কিলোমিটার রোড শো করেন তিনি। বিজেপির তরফে আয়োজিত নরেন্দ্র মোদির রোড শোয়ে দলীয় নেতা-কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন রাজধানীর বহু মানুষ। প্রধানমন্ত্রীর এই রোড শোয়ে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। যে পথ দিয়ে প্রধানমন্ত্রীর রোড শো হয়, সেই পথে যান চলাচলও নিয়ন্ত্রণ করে দিল্লির ট্রাফিক পুলিশ। সবমিলিয়ে, নিরাপত্তার বেষ্টনীতে মোড়া ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রো শো।