উৎসবের মরশুমেও দেশের পণ্য ব্যবহারের আর্জি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১১৪তম পর্বে বলেন যে, আমাদের যাত্রা ১০ বছর পূর্ণ হচ্ছে। ৩ অক্টোবর বিজয়াদশমীর দিন এই অনুষ্ঠান হয়েছিল। এই বছর ৩ অক্টোবর যখন ‘মন কি বাত’ ১০ বছর পূর্ণ করবে, সেদিন নবরাত্রির প্রথম দিন।

উল্লেখ্য, ১০ বছর পূর্ণ ‘মেক ইন ইন্ডিয়া’-রও। প্রধানমন্ত্রী মোদী বলেন, এই মাসে মেক ইন ইন্ডিয়া-র ১০ বছর পূরণ হচ্ছে। আজ ভারত উৎপাদন ক্ষেত্রে বিশ্বের পাওয়ার হাউস হয়ে উঠেছে। বিশ্ব এখন আমাদের দিকে তাকিয়ে থাকে।

এখন আমরা দুটি বিষয়ে জোর দিচ্ছি, এক গুণমান, দ্বিতীয়-ভোকাল ফর লোকাল। তাই উৎসবের মরশুমেও মেক ইন ইন্ডিয়া পণ্য ব্যবহারের আর্জি জানান প্রধানমন্ত্রী মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =