নয়াদিল্লি : বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। প্রথা মেনে স্বাধীনতা দিবসের দিন সকালে দিল্লির লালকেল্লায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি লালকেল্লা থেকেই বিকশিত ভারত গড়ার আহ্বান জানালেন দেশবাসীর উদ্দেশে।
তিনি বলেন, প্রায় ৪০ কোটি দেশবাসী সেইসময় স্বাধীনতার যুদ্ধ করেছিলেন। আমরা গর্বিত যে আমাদের শরীরে তাঁদের রক্ত বইছে। আজ আমরা ১৪০ কোটির দেশ।
১৪০ কোটি মানুষ যদি এক লক্ষ্যে চলেন, তবে যাই-ই প্রতিবন্ধকতা থাকুক না কেন, আমরা ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জন করতে পারব।