দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি এদিন টুইটারেও বাজপেয়ীকে শ্রদ্ধা জানান মোদি।
বুধবার সকালে দিল্লির অটল সমাধিস্থলে গিয়ে মোদি শ্রদ্ধাজ্ঞাপন করেন পুষ্পস্তবক দিয়ে। তিনি ও রাষ্ট্রপতি ছাড়াও শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রাক্তন প্রধানমন্ত্রীর দত্তক কন্যা নমিতা কল ভট্টাচার্যও। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ও বিজেপি নেতৃত্ব ছিলেন। পাশাপাশি যাঁরা সদ্য এনডিএ জোটে গিয়েছেন যেমন, এনসিপি ছেড়ে আসা প্রফুল্ল প্যাটেল, অজিত পাওয়ার, হিন্দুস্তান আওয়া মোর্চার প্রধান জিতেন রাম মাঝি ছিলেন। আবার আপনা দল-এর নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল, অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়নের প্রধান সুদেশ মাহাত, ন্যাশনাল পিপলস পার্টির সাংসদ আগাথা সাংমা, তামিল মানিলা কংগ্রেসের প্রধান জি.কে ভাসানকেও ‘সদৈব অটলে’দেখা যায়। এছাড়া জেডি (ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এদিন প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ‘সদৈব অটল’-এ যান।
বিরোধী শিবির ‘ইন্ডিয়া’ জোটকে বিশেষ বার্তা দিতে এদিন বিজেপি ‘সদৈব অটল’ মঞ্চ বেছে নেন বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘অটলজি কোটি-কোটি হৃদয়ে রাজত্ব করেছেন…বেশ কয়েকটি প্রজন্ম তাঁর থেকে অনুপ্রাণিত হয়েছিল।’ একইসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ-তে জোটের সংখ্যা বেড়েছে। আমরা সকলে একসঙ্গে কাজ করছি। আমরা একসঙ্গে নির্বাচনে লড়াই করব এবং প্রধানমন্ত্রী মোদি জিতবেন।’
I join the 140 crore people of India in paying homage to the remarkable Atal Ji on his Punya Tithi. India benefitted greatly from his leadership. He played a pivotal role in boosting our nation's progress and in taking it to the 21st century in a wide range of sectors.
— Narendra Modi (@narendramodi) August 16, 2023
এদিন মোদিকে টুইট করতে দেখা যায়, ‘আমি ভারতের ১৪০ কোটি জনের সঙ্গে যোগ দিয়ে এই পুণ্য তিথিতে শ্রদ্ধা জানাচ্ছি অবিস্মরণীয় অটলজিকে। তাঁর নেতৃত্বের সুফল দারুণ ভাবে পেয়েছে ভারত। দেশের প্রগতিতে তিনি অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। এবং বিবিধ ক্ষেত্রে তাকে একবিংশ শতাব্দীতে পৌঁছে দিয়েছিলেন।’