নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: শুক্রবার বর্ধমানের তালিত সংলগ্ন সাই কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ধমান পূর্ব ও বর্ধমান দুর্গাপুর লোকসভার দুই প্রার্থী অসীম সরকার ও দিলীপ ঘোষের সমর্থনে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। বিজেপির দাবি, কড়া রোদের তাপ উপেক্ষা করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা যোগ দেবেন সমাবেশে। তার প্রস্ততি চলছে জোরকদমে। পূর্ব বর্ধমান জেলা বিজেপির কার্যালয়ে যুব মোর্চার কর্মীরা ব্যস্ত পতাকা ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলার কাজে। নবাবহাট মোড় থেকে তালিত অবধি গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যে। শহরজুড়ে লাগানো হচ্ছে বিজেপির পতাকা। গোটা মঞ্চের চারপাশে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দলীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনের তরফ থেকে বারংবার গোটা মঞ্চ ও আশপাশের এলাকা পরিদর্শন করার কাজ চলছে।
কর্মীরা জানিয়েছেন, শুক্রবার যে জনসভা অনুষ্ঠিত হবে তা বর্ধমানের বুকে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। দুই জেলার হাজার হাজার কর্মী সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেই বার্তা শোনার জন্য কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে।