কলকাতা : কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তাঁর বিমান। সেখান থেকে যান রাজভবনে। রাতে রাজভবনেই থাকবেন প্রধানমন্ত্রী। সোমবার ফোর্ট উইলিয়ামে সেনার অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও ওই অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রমুখ।
আগামিকাল কলকাতায় ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে নজর রয়েছে সকলের। অপারেশন সিঁদুর বা ভারতের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী সোমবার কিছু বলেন কি না, নজর থাকবে সে দিকেও।
রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাঁকে স্বাগত জানান। গত দু’দিন প্রধানমন্ত্রী উত্তর-পূর্ব ভারত সফরে ছিলেন। শনিবার তাঁর কর্মসূচি ছিল মিজোরাম ও মণিপুরে। আর রবিবারের প্রথমার্ধ কাটিয়েছেন অসমে। সেখান থেকেই সন্ধ্যায় এসেছেন কলকাতায়। রবিবার রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী।

