কার্গিল : পাকিস্তানকে আবারও হুঁশিয়ারি দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “ভারতীয় সেনাবাহিনী পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাসবাদকে দমন করবে ও শত্রুদের যোগ্য জবাব দেওয়া হবে।” প্রধানমন্ত্রীর কথায়, “অতীতে পাকিস্তান সমস্ত ঘৃণ্য প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। কিন্তু পাকিস্তান নিজস্ব ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি। পাকিস্তান সন্ত্রাস ও প্রক্সি যুদ্ধের সাহায্যে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে। আজ আমি এমন একটি জায়গা থেকে বলছি, যেখানে সন্ত্রাসের মাথার সরাসরি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, আমি এই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই, তাদের ঘৃণ্য উদ্দেশ্য কখনই সফল হবে না। আমাদের সৈন্যরা পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাসবাদকে দমন করবে এবং শত্রুদের যোগ্য জবাব দেওয়া হবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে ২৫-তম কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার সকালেই লাদাখের দ্রাসে পৌঁছে যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে পৌঁছনোর পর কার্গিল যুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতি কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে কার্গিল বিজয় দিবস শ্রদ্ধাঞ্জলি সমারোহে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “লাদাখের এই মহান ভূমি কার্গিল বিজয় দিবসের ২৫-তম বার্ষিকীর সাক্ষী। কার্গিল বিজয় দিবস আমাদের বলে, দেশের জন্য করা আত্মত্যাগ অমর।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “একজন সাধারণ নাগরিক হিসেবে কার্গিল যুদ্ধের সময় আমাদের সৈন্যদের মধ্যে থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এখন, যখন আমি আবারও কার্গিলের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আছি, সেই স্মৃতিগুলি মনে ভেসে ওঠাই তো স্বাভাবিক। আমার মনে আছে কিভাবে আমাদের বাহিনী চরম ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও সফলভাবে অপারেশন সম্পূর্ণ করেছিল।” মোদী বলেছেন, “কার্গিলে আমরা শুধু যে যুদ্ধই জিতেছি তা নয়, আমরা ‘সত্য, সংযম এবং শক্তি’-র চমৎকার প্রদর্শনও দিয়েছি। আপনারা জানেন, ভারত তখন শান্তির জন্য চেষ্টা করছিল, এর বিনিময়ে পাকিস্তান আবারও নিজস্ব অবিশ্বাসের মুখ দেখিয়েছিল। কিন্তু সত্যের সামনে অসত্য ও সন্ত্রাস পরাজিত হয়।”