কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার, ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ৭০ বছরে পদার্পণ করেছেন। এই শুভ দিনে গুণমুগ্ধরা কুশল কামনা করেছেন, পুষ্পস্তবক সহ বাসভবনে সেই বার্তা পৌঁছেছে।
এদিকে, মমতার জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, সুস্থতার পাশাপাশি দীর্ঘ জীবন কামনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।