পাটনায় ভোট প্রচারে গিয়ে গুরুদ্বারে লঙ্গরসেবা করলেন প্রধানমন্ত্রী

ভোট আবহেই সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাথায় পাগড়ি বেঁধে গুরুদ্বারের লঙ্গরে সেবাও করলেন। ভক্তদের পাতে পরিবেশন করলেন খাবার।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলার মাঝেই প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট প্রচারে তিনি গিয়েছেন বিহারে। এ দিন সকালে প্রচার শুরু করার আগে পাটনার গুরুদ্বার পাটনা সাহিবে দর্শন করতে যান প্রধানমন্ত্রী। ভোট প্রচারের হাই ভোল্টেজ নেতা নেত্রীদের চেনা ট্রেন্ড ভেঙে এবার অন্য রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁকে দেখা গেল লঙ্গরখানায় খাবার তৈরি এবং তা পরিবেশন করতে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।

নির্বাচনী প্রচারে জনসংযোগের অংশ হিসেবে দলিত, আদিবাসীদের বাড়ি বাড়ি গিয়ে নেতাদের মধ্যাহ্নভোজ নতুন কিছু নয়। অমিত শাহ, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের দেখা গিয়েছে কর্মী সমর্থকদের বাড়িতে পাত পেড়ে মধ্যাহ্নভোজ করতে। তবে প্রচারের সেই ট্রেন্ড ভেঙে এবার লঙ্গরখানায় খাবার পরিবেশন করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খালি পায়ে মাথায় শিখদের ঐতিহ্যবাহী পাগড়ি পরে একটি স্টিলের বালতি হাতে খাবার পরিবেশন করছেন তিনি। প্রধানমন্ত্রীর হাত থেকে খাবার পেয়ে তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন ভক্তরা। শুধু তাই নয়, আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে গুরুদ্বারের রন্ধনশালায় উপস্থিত প্রধানমন্ত্রী। সেখানে বাকিদের সঙ্গে রুটি তৈরি করছেন তিনি। এমনকী গুরুদ্বারে ঢোকার মুখে এক শিশুর সঙ্গে মজা করে হাতও মেলান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + seventeen =