দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার, মাটি ছুঁতেই ধসে গেল হেলিপ্যাড

তিরুবনন্তপুরম : দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার সকালে কেরলের প্রমাদম স্টেডিয়ামের হেলিপ্যাড ছুঁতেই হেলিকপ্টারের ওজনে হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পড়ে।

তাতে হেলিকপ্টারটি এক দিকে হেলে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ এবং দমকলকর্মীরা, দ্রুত সেটিকে সোজা করে দেন। রাষ্ট্রপতি নিরাপদেই রয়েছেন।

মঙ্গলবার চার দিনের সফরে কেরল গিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার তাঁর শবরীমালা মন্দিরে যাওয়ার কর্মসূচি ছিল। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে নিয়ে হেলিকপ্টারটি প্রমাদম স্টেডিয়ামে পৌঁছোয়। অবতরণের পরই অতিরিক্ত ভারের ফলে হেলিপ্যাডের একাংশ ভেঙে যায়। জরুরি ভিত্তিতে তৎক্ষণাৎ দমকল ও পুলিশকর্মীরা ঠেলে হেলিকপ্টারটিকে সোজা করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =