প্যারিসে নজির প্রীতির, সোনার স্বপ্ন দেখাচ্ছেন সুহাস

প্যারিস প্যারালিম্পিকে ইতিহাস গড়লেন ভারতের রানার প্রীতি পাল। প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে প্যারালিম্পিকে ইতিহাস গড়েছিলেন আগেই। ১০০ মিটারে ব্রোঞ্জ এসেছিল তাঁর ঝুলিতে। এ বার জোড়া ইতিহাস। ২০০মিটারেও ব্রোঞ্জ প্রীতি পালের। সামার অলিম্পিক হোক কিংবা প্যারালিম্পিক, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিকের এক সংস্করণে দুটি পদক জয়ের নজির গড়লেন প্রীতি। অন্যদিকে, সোনার স্বপ্ন দেখাচ্ছেন সুহাস ইয়াথিরাজও।

প্যারিস প্যারালিম্পিকে ১০০মিটার T-৩৫ ক্যাটেগরিতে ব্রোঞ্জ পদকে আগেই নজির গড়েছিলেন ২৩ বছরের প্রীতি পাল। মীরাটের এই অ্যাথলিট ডাবল ধামাকা দেখালেন। ২০০ মিটার T-৩৫ ক্যাটেগরিতেও ব্রোঞ্জ। কেরিয়ার সেরা পারফর্ম করলেন প্যারিসের ইভেন্টে। ২০০ মিটারে তিনি সময় নেন ৩০.০১ সেকেন্ডে দৌড় শেষ করেন প্রীতি। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা ইতিমধ্যেই দাঁড়াল ৬টি। সংখ্যাটা সাতও বলা যায়। যদিও সেই পদকের রং এখনও নিশ্চিত নয়।

এখনও অবধি প্যারিসে অবনী লেখারার সৌজন্যে একটি মাত্রই সোনা জিতেছে ভারত। আরও একটা সোনার স্বপ্ন দেখাচ্ছেন ব্যাডমিন্টন তারকা সুহাস ইয়াথিরাজ। ব্যাডমিন্টন থেকে ভারতের একটি পদক নিশ্চিতই ছিল। কারণ, পুরুষদের সিঙ্গলসে (জ্র৪ ক্যাটেগরির সেমিফাইনালে উঠেছিলেন ভারতেরই দুই অ্যাথলিট সুহাস ইয়াথিরাজ ও সুকান্ত কদম। সেমিফাইনালে সুকান্ত কদমকে ২১-১৭, ২১-১২ ব্যবধানে হারিয়ে ফাইনালে সুহাস। অন্য দিকে, সুকান্ত খেলবেন ব্রোঞ্জ পদকের ম্যাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + fourteen =