কলকাতা: ‘মানুষ দেখবে যারা কাজ করেছে তাকেই ভোট দেবে। আমি শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করেছি।’ ইদের সকালে নমাজ পড়ে সাংবাদিকদের সামনে এমনটাই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে মনোনয়ন থেকে সুষ্ঠু ভোটের পথে বাধা, সবেতেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। অভিযোগ তুলেছে ভুয়ো ব্যালটের। তার জেরেই এবার বিরোধীদের ‘পাগল-ছাগল’ বলে কটাক্ষ করলেন পুরমন্ত্রী।
পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বৃহস্পতিবার ফিরহাদ বললেন, ‘মানুষ যাকে চাইবেন তাঁকেই ভোট দেবেন।’ ইদের সকালে সপরিবারে নামাজ পড়লেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সাংবাদিকদের পঞ্চায়েত সংক্রান্ত প্রশ্নে ফিরহাদ হাকিম এদিন বলেন, ‘মানুষ দেখবে যারা কাজ করেছে তাকেই ভোট দেবে। আমি শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করেছি। মানুষ যাকে মনে করবে সেই কাজ করবে মানুষের জন্য। আমাকে যোগ্য মনে হলে আমাকে দায়িত্ব দেবে। অন্য কাউকে যোগ্য মনে হলে তাঁকে।’
বীরভূম সফরে যাচ্ছেন ফিরহাদ। বীরভূমের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত গোরু পাচার মামলার তদন্তে এখন জেলে। ফলে সেখানে ভোটে কী ফল হতে পারে, সেই প্রসঙ্গে বলেন, ‘কেষ্ট হয়তো এখন আমাদের সঙ্গে নেই। তবে মানুষ সঙ্গ আছে আমাদের।’ গত কয়েকদিন ধরে বিরোধীরা দাবি করছে, ভুয়ো ব্যালট তৈরি করা হচ্ছে। তা নিয়ে ফিরহাদের কটাক্ষ, ‘পাগল-ছাগলে অনেক কিছু বলে। নাচতে না জানলে উঠোন ব্যাঁকা। বিরোধীরা জানে ওরা কিছুই পাবে না। তাই এসব বলছে। বোমা গুলির আমদানি করছে। রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে।’