প্রয়াত প্রশান্ত তামাং, শোকের ছায়া পাহাড়ে

নয়াদিল্লি : পাহাড়ে নেমে এল শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং। রবিবার সকাল ৯টা নাগাদ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। জানা গিয়েছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকে দিল্লি ফেরার পরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রশান্ত। পরিবারের দাবি, তাঁর কোনও পূর্ববর্তী শারীরিক সমস্যা ছিল না। শনিবার রাতে আচমকা স্ট্রোক হয়। ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর বিজয়ী প্রশান্ত ২০২৪ সালে ‘পাতাললোক’ ওয়েব সিরিজে খলনায়কের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। এক সময় কলকাতা পুলিশের কনস্টেবল ছিলেন তিনি। জন্ম দার্জিলিংয়ে, সেখানেই স্ত্রী-কন্যার সঙ্গে থাকতেন। তাঁর আকস্মিক প্রয়াণে স্তব্ধ পাহাড়।

‘ইন্ডিয়ান আইডল’-এর মুকুট জয়ের পর রাতারাতি জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন প্রশান্ত তামাং। কলকাতা পুলিশের কর্মী থেকে শুরু করে গানের মঞ্চের মহাতারকা হয়ে ওঠার এই সফরটি ছিল যেন অনেকটা রূপকথার মতো। ছোটবেলা থেকেই গানের প্রতি অগাধ টান ছিল তাঁর। সেই সুবাদেই ইন্ডিয়ান আইডল-এ অংশ নেন। প্রথম থেকেই শ্রোতাদের নজর কেড়ে নিয়েছিলেন প্রশান্ত।

নেপালি ভাষী এই শিল্পীর প্রভাব কেবল ভারতেই সীমাবদ্ধ ছিল না, নেপালেও তাঁর অগণিত অনুরাগী রয়েছে। তাঁর গাওয়া বহু নেপালি গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। নেপালি চলচ্চিত্রেও তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। এদেশের পাশাপাশি, প্রশান্তের মৃত্যুতে নেপালের সাংস্কৃতিক মহলেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 5 =