প্রজ্ঞানন্দ-কার্লসেন দ্বিতীয় গেমও ড্র, কাল টাইব্রেকারে ফয়সালা

চন্দ্রযান অবতরণে সফল ভারত। বুধবারের সন্ধ্যায় আরও একটা সাফল্যের প্রতীক্ষায় ছিল ভারতবাসী। যদিও তার ফয়সালা হল না। FIDE বিশ্বকাপে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে খেলছেন ভারতের তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। কিছুদিন আগে ১৮তম জন্মদিন পালন করা প্রজ্ঞানন্দ এর আগে বেশ কয়েক বার ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন। তবে এ বার বিশ্বকাপ ফাইনাল। স্নায়ুর চাপেরও ব্যাপার। গত কাল সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলেন প্রজ্ঞানন্দ। ৩৫ চালের পর গেম অমীমাংসিত থাকে। দু-জনেই হাত মিলিয়ে নিয়েছিলেন। অপেক্ষা ছিল আজ সন্ধ্যার। দ্বিতীয় ক্লাসিকাল গেমে মুখোমুখি হয়েছিলেন ম্যাগনাস কার্লসেন ও রমেশবাবু প্রজ্ঞানন্দ। এ দিন সাদা ঘুঁটি নিয়ে খেললেন কার্লসেন। স্বাভাবিক ভাবেই অ্যাডভান্টেজ ছিলেন। তাতেও অবশ্য চাপে দেখায়নি ভারতীয় দাবাডুকে। ৩০ চালের পর এ দিনও অমীমাংসিত। আগামী কাল টাইব্রেকারে ফয়সালা হবে। প্রথম গেমে ড্র হওয়ার পর ম্যাগনাস কার্লসেন জানিয়েছিলেন, গত কয়েক দিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তিনি। মনসংযোগেও সমস্যা হচ্ছে, এমনটাও জানিয়েছিলেন। সাদা ঘুঁটি নিয়ে খেলায় দ্বিতীয় ক্লাসিকাল গেমে অ্যাডভান্টেজ ছিলেন বিশ্ব দাবার অন্যতম তারকা। যদিও প্রজ্ঞানন্দর বিরুদ্ধে কিস্তিমাত করতে পারলেন না। এ বার টাইব্রেকারের দিকে তাকিয়ে দাবা-বিশ্ব। ম্যাগনাস কার্লসেন এ দিন বলেন, ‘আয়োজকদের কাছে আমি কৃতজ্ঞ। ওরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় আমি পুরোপুরি সুস্থ রয়েছি। গত কয়েক দিনের তুলনায় ভালো অবস্থায় রয়েছি।’ ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ বলছেন, ‘আগামী কাল তরতাজা হয়ে আসতে চাই। আজকের দিনটা ভালো মতো বিশ্রাম নিতে চাই। সামনে খুবই গুরুত্বপূর্ণ দিন। এ বারের টুর্নামেন্টে বেশ কিছু টাইব্রেকারে খেলতে হয়েছে। প্রতিটি পরিস্থিতির জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। তবে আজ কার্লসেন দেখে মনে হচ্ছিল, পুরোপুরি ফিট নেই। অসুস্থ ছিল বলে মনে হয় না। আশাকরি কাল আরও ফিট হয়ে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − five =