স্বামীর থেকে প্রশিক্ষণ নিয়ে এখন নিজেই প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী যমুনা সরকার

বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে হাত ধরে সেই শুরু হয়েছিল প্রতিমা তৈরি করার প্রশিক্ষণ। এখন তিনি নিজেই একজন দক্ষ মৃৎশিল্পী, পেশায় আবার গৃহবধূ। বাড়ির সংসার সামলিয়ে একা হাতে তৈরি করছেন বেশ কয়েকটি দুর্গা প্রতিমা। পাশাপাশি স্বামীকেও প্রতিমা তৈরির ক্ষেত্রে সব রকমভাবে সহযোগিতা করছেন মালদার মহিলা মৃৎশিল্পী যমুনা সরকার (৪২)। ওই মহিলা মৃৎশিল্পির বাড়ি পুরাতন মালদা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পাটুলি পাড়ায়। তিনি বিয়ে হয়ে এসে স্বামী অনিল সরকারের হাত ধরেই তিনি প্রতিমা গড়তে শিখেছেন। গত ২৫ বছর ধরে তিনি এই কাজে জড়িত রয়েছেন। মহিলা মৃৎশিল্পী যমুনা সরকার তিনি শুধু দুর্গা, কালী প্রতিমা নয়, সারা বছরই বিভিন্ন ঠাকুর বানিয়ে জীবিকা নির্বাহ করেন এবং স্বামী-স্ত্রী দু’জনে মিলেই একে অপরকে এই কাজে সহযোগিতা করেন। তবে বর্তমানে যমুনা দেবী প্রতিষ্ঠিত একজন মৃৎশিল্পী। পুরাতন মালদার পাটুলিপাড়ায় তার একটি ছোট্ট কারখানা রয়েছে। এবং এই কারখানাতেই প্রতিমা তৈরি করেন। এবারে পুজোয় তিনখানা দুর্গা প্রতিমার বরাত পেয়েছেন। তাই হাতে আর সময় নেই, ব্যস্ত রয়েছেন প্রতিমা করতে। মহিলা মৃৎশিল্পী যমুনাদেবী জানিয়েছেন, এই কাজের জন্য তার স্বামী প্রচন্ড উৎসাহিত করেছেন তাঁকে। এই কাজ করেই ছেলে – মেয়েকে মানুষ করেছেন। তবে বর্তমানে প্রতিমা বানিয়ে সেরকম আর লাভ হয় না। কারণ মাটি ঠিক ঠাক পাওয়া যাচ্ছে না। দুর্গা প্রতিমা তৈরির সাজসরঞ্জামের দাম প্রচুর বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রতিমার দাম সেই হারে বাড়েনি। যমুনা দেবী আরো জানিয়েছেন, বংশ পরম্পরায় শ্বশুরবাড়ির ঐতিহ্যকে ধরে রাখতেই তিনি স্বামীর সঙ্গে আপাতত এই কাজ করে চলেছেন। নিজের এই শিল্পকে এলাকার অন্যান্য মহিলাদের মধ্যেও প্রভাবিত করার উদ্যোগ নিয়েছেন যমুনাদেবী। অন্য মহিলাদেরও এই কাজে এগিয়ে আসার আহ´ান জানাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =